Showing posts with label হবে তবু শিখতে. Show all posts
Showing posts with label হবে তবু শিখতে. Show all posts

হবে তবু শিখতে

মোহাম্মদ মাহফুজউল্লাহ

বাঙালী হলেও তো
হবে ভাই শিখতে
ভালো ক’রে বাংলাটা
পড়তে ও লিখতে।
মৌখিক বুলি নয়
চেনা চাই অক্ষর
আছে স্বরবর্ণ ও
ব্যঞ্জন পর পর ;
নানারূপ চেহারায়
নানারূপ ধরনে
রাখতে যে হবে সব
চিরকাল স্মরণে।
অক্ষরগুলো সব
প্রতীকের চিহ্ন
হয় উচ্চারণ ও
ভিন্ন-অভিন্ন।
সেই ধ্বনি অনুসারে
অক্ষর সাজিয়ে
শব্দকে নিতে হবে
মনে মনে বাজিয়ে
ব্যাকরণ-বিধি কিছু
জানা চাই তবুও
নইলে যে ভ্রান্তিটা
ঘুচবে না কভুও!
এইটুকু জানা হলে
হয়ত বা লেখাটা
সুকঠিন নয় আর
নিজ ভাষা শেখাটা।
চিরকাল চলবেই
লেখা আর পড়াতে
পারবে না মন থেকে
কেউ তাকে সরাতে।
স্মৃতি আর শ্রুতিময়
ভাষাটাকে জ্বালিয়ে
আজীবন যেতে হবে
সব কাজ চালিয়ে।